আসসালামু আলাইকুম।
বিডি টেক ডাইরি ডটকমের আরও একটি নতুন আর্টিকেলে আপনাদেরকে স্বাগতম।

আলেশা হোল্ডিংস লিমিটেড

আলেশা হোল্ডিংস লিমিটেড হলো একটি বহুজাতিক কোম্পানি। আলেশা হোল্ডিংস লিমিটেড প্রতিষ্ঠা হয় ২০১৮ সালে কিছু অভিজ্ঞ পরিশ্রমী এবং চ্যালেঞ্জিং কর্মীদের মাধ্যমে। শুরু থেকেই আলেশা হোল্ডিংস লিমিটেড বেশ কিছু প্রকল্প নিয়ে ধারাবাহিক ভাবে কাজ করে আসছিল। সম্প্রতি বছরের শুরুর দিকে আলeশা হোল্ডিংস লিমিটেড রাজধানী ঢাকায় এক জমকালো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলাদেশে তাদের ই-কমার্স বিজনেস (আলেশা মার্ট) এর যাত্রা শুরু করে।

বাংলাদেশ ক্রিকেট দলের ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে টাইটেল স্পন্সর করে আলেশা মার্ট দর্শকদের কাছে পরিচিত পেতে থাকে। আলেশা হোল্ডিংস লিমিটেড আলেশা মার্ট ছাড়াও তাদের বেশকিছু শাখা কোম্পানি পরিচালনা করে আসছে।
এদের মধ্যে অন্যতম হলো আলেশা সলিউশনস লিমিটেড, আলেশা এগ্রো লিমিটেড, আলেশা টেক লিমিটেড, আলেশা পলিমার লিমিটেড, আলেশা ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভিস লিমিটেড, আলেশা লেদার লিমিটেড।

দেশের মানুষের পাশে থাকতে নিরবিচ্ছিন্ন ভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণের অংশ হিসেবে আলেশা হোল্ডিংস লিমিটেড চালু করেছে তাদের নতুন সেবা আলেশা কার্ড। আজকের আর্টিকেলে আমি আলোচনা করব আলেশা কার্ডের বিস্তারিত নিয়ে তাহলে চলুন শুরু করা যাক

আলেশা কার্ড কি?

আলেশা কার্ড হলো এক ধরনের শপিং কার্ড। আলেশা হোল্ডিংস লিমিটেড বিশ্বাস করে, আলেশা কার্ডের মাধ্যমে তাদের বিজনেস পার্টনারদের সঙ্গে চিরস্থায়ী সম্পর্ক গড়ে উঠতে সহায়তা করবে । মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মানুষের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় এবং রঙিন করতে এ কার্ড আনার উদ্যোগ নেয় আলেশা হোল্ডিংস লিমিটেড।

আলেশা কার্ডের সুবিধা সমূহ

১. আলেশা কার্ডের মাধ্যমে দেশজুড়ে নব্বইটি ক্যাটাগরিতে তিন হাজারেরও বেশি সাপ্লাইয়ের কাছ থেকে কার্ড হোল্ডারগন সর্বোচ্চ ৫০% ডিসকাউন্টে পণ্যকিনতে পাবেন।

২. আলেশা কার্ড ব্যবহারকারীরা আলেশা মার্টের নির্দিষ্ট কিছু পণ্য ১০% ডিসকাউন্টে কিনতে পারবেন।

৩. আলেশা হোল্ডিংসের নতুন সেবা আলেশা রাইডে আলেশা কার্ড ব্যবহার করে প্রতি রাইডে ১০% ডিসকাউন্ট পাবে কার্ড হোল্ডাররা ।

৪. আলেশা কার্ড ব্যবহার করে আলেশা হোল্ডিংস লিমিটেডের আলেশা ফার্মেসি থেকে ৫% ডিসকাউন্টে ঔষধ কিনতে পারবে কার্ড হোল্ডারগন।

৫. আলেশা কার্ড হোল্ডাররা শর্তসাপেক্ষে পাবে আন্তর্জাতিক মানের এম্বুলেন্স সেবা। যেখানে থাকবে হাসপাতলে আসার আগ পর্যন্ত আইপি ক্যামেরার মাধ্যমে সরাসরি ডাক্তারের পর্যবেক্ষণ এর সুবিধা।

৬. মেয়াদ থাকাকালে আলিশা কার্ডের কোন হোল্ডার যদি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাহলে তার পরিবারকে সর্বোচ্চ ২ লাখ টাকা প্রদান করা হবে।

আলেশা কার্ডের সাবস্ক্রিপশন ফি কত?

  • বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনারা আলেশা কার্ডটি ফ্রিতে গ্রহণ করতে পারবেন।
  • ৬৫ বছরের বেশি বয়সী বাংলাদেশী নাগরিকরা ৫০% ডিসকাউন্টে কার্ডে সাবস্ক্রিবসন নিতে পারবেন।
  • এককালীন ৭৯৮০৳ টাকা দিয়ে যে কেউই আলেশা কার্ড সাবস্ক্রাইব করতে পারবে।

আলেশা কার্ডের বাৎসরিক চার্জ কত?

প্রতিবছর ৯৮০ টাকা দিয়ে কার্ডটি নবায়ন করতে হবে।

আলেশা কার্ড কিভাবে নেয়া যায়

আলেশা কার্ড পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে এর জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে আলেশা কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আলেশা কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক

প্রবেশ করার পর এরকম এর একটি পেজ দেখতে পাবেন,তারপরে ডান পাশে কানাই থ্রি ডট মেনুতে ক্লিক করুন

আলেশা কার্ড কি?কিভাবে নিবেন বিস্তারিত

থ্রি ডট মেনুতে ক্লিক করার পর কয়েকটি অপশন দেখতে পাবেন তার মধ্যে সাইন আপ এ ক্লিক করুন। এখানে আপনার ফোন নম্বর দিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করুন।তারপর আপনার নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি বসিয়ে ভেরিফাই করে নিন

আলেশা কার্ড কিভাবে নেয়া যায়

ভেরিফাই হয়ে যাওয়ার পরে একটি পেজ আসবে

ওখানে আপনার নাম , ঠিকানা , বাবার নাম, মায়ের নাম, এবং ইমেইল এড্রেস দিতে হবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে।এখানে চাইলে আপনি আপনার আরও জাবতিও ইনফর্মেশন যোগ করতে পারেন

আলেশা কার্ড কিভাবে নেয়া যায়

কার্ডের জন্যে এপ্লাই করতে হলে আপনার প্রোফাইলে গিয়ে অ্যাপ্লাই ফর কার্ড অপশন এ ক্লিক করুন, এরপর নিচের মত একটি পেইজ আসবে এখানে  আপনার জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট কিংবা জন্মনিবন্ধনের ডকুমেন্টের যেকোনো একটি সাবমিট করতে হবে

আলেশা কার্ড কি? কিভাবে নিবেন বিস্তারিত

এরপর নিচের মত একটি পেইজ আসবে এখানে সব ইনফরমেশন ঠিকমতো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন

কার্ডটি যদি বীরমুক্তিযোদ্ধা কিংবা বীরাঙ্গনার জন্য নিতে চান তাহলে যেকোনো একটি জায়গায় টিক চিহ্ন বসিয়ে দিন

আলেশা কার্ড কি? কিভাবে নিবেন বিস্তারিত

সবকিছু ঠিকঠাক থাকলে নিচের মত একটি পেমেন্ট পেজ আসবে।এখানে আপনি ভিসা কার্ড মাস্টার কার্ড মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন

আলেশা কার্ড কি? কিভাবে নিবেন বিস্তারিত

পেমেন্ট কমপ্লিট করার কিছুক্ষণের মধ্যেই আপনি একটি কনফার্মেশন মেইল পেয়ে যাবেন , এবং খুব শীঘ্রই আপনার কার্ড আপনাকে বুঝিয়ে দেয়া হবে।

 

আর্টিকেলটি কেমন লেগেছে সেই সম্পর্কে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দিবেন

 

আলেশা কার্ড সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে পোষ্টের নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন

 

আরো পড়ুন