আসসালামুয়ালাইকুম!
শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু ! আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং একাউন্ট এর বিস্তারিত জানাবো
বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ছাত্র দের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে কিছু বছর আগে তারা চালু করেছিল তাদের স্টুডেন্ট ব্যাংকিং সুবিধা। বর্তমানে এই স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস ডাচ বাংলা ব্যাংকের বহুল ব্যবহৃত একটি সার্ভিস। এই সার্ভিসটি এত জনপ্রিয় হয়ে উঠেছে যে ইন্টারনেটে ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং সম্পর্কে অনেক আর্টিকেল রয়েছে। এর মধ্যে আমি বেশ কয়েকটা আর্টিকেল ই পরেছি। এবং দেখতে পেয়েছি এসব আর্টিকেলে অনেক কিছুই বিস্তারিত লেখা নেই। তাই আমি ঠিক করেছি ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট নিয়ে একটি পরিপূর্ণ গাইড লাইন লিখব। তাই বেশী কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পোস্ট।
আর্টিকেল সূচি
যেভাবে খুলতে পারবেন ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং একাউন্ট
আপনার নিকটবর্তী যেকোনো ডাচ-বাংলা ব্যাংকের ব্রাঞ্চ গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে একাউন্ট খুলতে পারবেন।
অথবা আপনি চাইলে ডাচ-বাংলা ব্যাংকের যে কোন ফাস্ট ট্রাক থেকেও একাউন্ট খুলতে পারবেন।
একাউন্ট খুলতে যেসব ডকুমেন্ট প্রয়োজন হবে
১. সদ্যতোলা আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
২.আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি।
৩.স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি।
যে প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করতেছেন সেই প্রতিষ্ঠানের সর্বশেষ বেতনের রশিদ।
নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং নমিনীর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি।
এবং সাথে 500 টাকা নিয়ে যাবেন। অ্যাকাউন্ট ওপেন করার সর্বনিম্ন ডিপোজিট।
একাউন্ট খোলার প্রক্রিয়া
প্রয়োজনীয় সব ডকুমেন্ট নিয়ে ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ অথবা ফাস্টট্রাক এ যেতে হবে। ব্রাঞ্চ অথবা 5 ট্রাকে থাকা অফিসারের কাছ থেকে আপনাকে অ্যাকাউন্ট খোলার ফরম সংগ্রহ করতে হবে। ফরমটি সঠিকভাবে পূরণ করে অফিসারের কাছে দিতে হবে। তারপর অফিসারঃ আপনার কাছ থেকে আপনার ডকুমেন্টগুলো নিবে। সবকিছু যাচাই বাছাই করে। সর্বনিম্ন ডিপোজিট 500 টাকা আপনাকে জমা রাখতে হবে তখন। পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে আপনাকে ফোন করে অথবা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। তারপর থেকে আপনি সকল ধরনের লেনদেন করতে পারবেন।
এটিএম কার্ড পাওয়ার প্রক্রিয়া
এটিএম কার্ড পাওয়ার জন্য আপনাকে আলাদা কিছুই করতে হবে না। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরই আপনি ব্রাঞ্চ থেকে অথবা ফাস্ট ট্রাক থেকে আপনার এটিএম কার্ড সংগ্রহ করতে পারবেন।
লেনদেনের লিমিট
একটি ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট থেকে প্রতিমাসে সর্বাধিক দুই লাখ টাকা জমা এবং উত্তোলন করা যাবে। দিনে পাঁচবার এটিএম কার্ড ব্যবহার করে সর্বাধিক 50000 টাকা উত্তোলন করতে পারবেন।
একাউন্টে যেভাবে যেভাবে টাকা জমা রাখতে পারবেন
সরাসরি ব্রাঞ্চে গিয়ে টাকা জমা রাখতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংকেরযেকোনো ফাস্টট্রাক থেকে আপনার একাউন্টে টাকা জমা রাখতে পারবেন।
রকেট একাউন্ট থেকে সরাসরি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।
একাউন্টের ব্যালেন্স চেক করব কিভাবে?
এটিএম বুথ
যেকোনো এটিএম বুথ থেকে আপনি সহজেই আপনার একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।
নেক্সাস পে এপ।
মোবাইলে নেক্সাস পে অ্যাপের মাধ্যমে আপনি একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে নেক্সাস পে অ্যাপ এ রেজিস্ট্রেশন করতে হবে। এবং কাস্টমার কেয়ারে ফোন করে ডিবেজ ভেরিফাই করে নিতে হবে। নেক্সাস পে এপ এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের লেনদেন এবং পেমেন্ট করতে পারবেন।
ইন্টারনেট ব্যাংকিং
ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস এর মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পেতে হলে আপনাকে যে কোন ডাচ বাংলা ব্যাংক ব্রাঞ্চের সহযোগিতা নিতে হবে।ব্রাঞ্চে গিয়ে আপনাকে ফরম পূরণ করে ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট খুলতে হবে। তারপর ডাচ-বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে লগইন করে আপনি সকল ধরনের ব্যাংকিং লেনদেন এবং পেমেন্ট সুবিধা এবং আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।
আরো পড়ুন
ব্যাংক এশিয়ার স্বাধীন মাস্টার কার্ডের বিস্তারিত
ইবিএল মাস্টার কার্ডের সুবিধা-অসুবিধা বিস্তারিত (সেরা প্রিপেইড কার্ড)
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর বিশেষ কিছু সুবিধা
একাউন্ট খুলতে কোন ধরনের চার্জ দেয়া লাগবেনা।
কোন কারণে একাউন্ট বাতিল হলে তাহলে ডিপোজিট এর জন্য দেয়া 500 টাকা সম্পূর্ণ ফেরত দেয়া হবে।
ডিবিবিএল নেক্সাস কার্ডের চার্জ আজীবনের জন্য একদম ফ্রি।
যেকোনো ব্যাংকের এটিএম বুথের মাধ্যমে টাকা উঠাতে পারবেন।
শপিং কেনাকাটা বা যেকোনো ধরনের বিল পস মেশিন এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
প্রতিবছর আপনাকে জমাকৃত টাকার বিপরীতে 5 পার্সেন্ট হারে সুদ প্রদান করবে।
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর কয়েকটি অসুবিধা
একাউন্ট ওপেন করতে আপনাকে 500 টাকা জমা দিতে হবে। যেটা সম্পূর্ণ ফেরত যোগ্য কিন্তু যে কোন সময় আপনি সেই টাকাটা উইথড্র করতে পারবেন না আপনার একাউন্টে সময় ক্লোজ করে দেবেন তখন সেই টাকাটা নিতে পারবেন।
এটিএম কার্ড হতে প্রতিদিন প্রতি হাজার টাকার বেশি উত্তোলন করতে পারবেন না।
একাউন্টে এক লক্ষ টাকার বেশি জমা রাখতে পারবেন না।
স্টুডেন্ট একাউন্ট এ ব্যাংক থেকে কোন চেক বই প্রদান করা হয় না।
সাধারণ কিছু প্রশ্ন এবং উত্তর।
একাউন্ট মেনটেন এর জন্য বার্ষিক কোন চার্জ আছে।
আপনার লেনদেনের সীমা যদি বছরে 25000 টাকা থেকে দুই লাখ টাকার মতো হয় তাহলে আপনাকে 100 টাকা চার্জ দিতে হবে। যেটা আপনার একাউন্ট থেকে কেটে নিয়ে যাওয়া হবে।
এটিএম কার্ড হারিয়ে গেলে কি করবেন?
আপনার এটিএম কার্ডটা নষ্ট হয়ে গেলে অথবা হারিয়ে গেলে। নির্দিষ্ট ব্রাঞ্চে 400 টাকা জমা দেয়ার মাধ্যমে আপনি আবার নতুন একটি এটিএম কার্ড নিতে পারবেন।
ফ্রিল্যান্সিংয়ে উপার্জন করা টাকা কি এই একাউন্টে আনা যাবে।
হ্যা ফ্রিল্যান্সিং এ উপার্জন করা টাকা আপনি এই একাউন্টে আনতে পারবেন। সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে মার্কেটপ্লেস থেকে টাকা উইথড্র দিতে হবে। তাহলে আপনার ওই দ্র করার ডলার টাকা হয় ব্যাংকে আসবে। আমি নিজেও পেওনিয়ার থেকে ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এ টাকা এনেছি। 24 ঘন্টার মধ্যেই পেমেন্ট আপনার ব্যাংক একাউন্টে এসে যাবে
অ্যাকাউন্ট বন্ধ করতে হলে কি করতে হবে।
আপনার অ্যাকাউন্ট বন্ধ করার জন্য অবশ্যই আপনাকে ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে। এবং কারন বলতে হবে। সাময়িক সময়ের জন্য বন্ধ করতে হলে কল সেন্টারে যোগাযোগ করুন।
ডাচ বাংলা ব্যাংক কাস্টমার সার্ভিস
দিনে 24 ঘন্টা সপ্তাহে সাত দিন যেকোনো সময় আপনি ডাচ-বাংলা ব্যাংকের কাস্টমার সার্ভিস থেকে সুবিধা নিতে পারবেন। এবং একাউন্ট সম্পর্কিত যে কোন তথ্য বিস্তারিত জানতে পারবেন।
হেল্পলাইন নাম্বার 16216
বিদেশ থেকে 09666716216