একদিন তোমার সাথে আগ্রার তাজমহল থেকে প্যারিসের আইফেল টাওয়ার ছুটব পৃথিবীকে দেখার তীব্র তৃষ্ণা নিয়ে
ইস্তাম্বুলের কল্পজঙ্কায়ায় সূর্যাস্ত দেখতে দেখতে বুনবো আগামীর ইচ্ছাদের। ট্রয় নগরী কেন ধ্বংস হলো…তার উত্তর নিয়ে মাথাব্যথা থাকবে না কারোরই!
ইতালির ভেনিসে ভাসতে ভাসতে হাজার বছরের ইতিহাস নিয়ে মেতে উঠব দু’জন।
জার্মানীর রুগেন দ্বীপে তোমার কোলে মাথা রেখে কাটাব সবচেয়ে প্রিয় এক রজনী।
সুইজারল্যান্ডের জেনেভার পরিচ্ছন্ন পথ ধরে আঙুলে আঙুল ছুঁয়ে হাঁটতে হাঁটতে ভাববো এত সুন্দর শহর কি করে হয়! ছোট-বড় লেকের দৃশ্যের ছবি আঁকবো স্মৃতির পাতায়।
কোনো এক বসন্তে বাকিংহাম প্যালেস থেকে বেরিয়ে সবুজ মাথায় নিয়ে হাতে হাত রেখে, হাইড পার্কে দারুণ কিছু সময় কাটাব দুজন ৷
যখন আঁধার নেমে আসবে লন্ডন শহরে…লন্ডন আইয়ে চড়ে চোখের তৃষ্ণা মিটাব আমরা৷
একদিন গ্রীসের নাফলিও শহরে,
ফোর্টরেসের ৯৯৯ টি সিঁড়ি ভাঙতে ভাঙতে যাপিত জীবন থেকে তুলে আনবো আমাদের একসাথে চলার স্মৃতি।
এভাবে…সাজেক থেকে মেঘালয়,
তাজিংডং থেকে হিমালয় কিংবা নিঝুম দ্বীপ থেকে বালি, কাশ্মীর থেকে দুবাইয়ের ফাউন্টেনে আমরা পৃথিবীর সৌন্দর্য উপভোগে বেরিয়ে পড়ব৷
তুমি আমার পৃথিবী হয়ে এসো…পুরো পৃথিবীর সৌন্দর্য আমরা একসাথে ছুঁয়ে দিব!
তোমায় নিয়ে ভ্রমণ সপ্ন
লেখক: আজম মোহাম্মদ
Show Comments