হ্যালো বিডি টেক ডাইরি পিপলস আসসালামুয়ালাইকুম!

আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন

দক্ষিণ বাংলার মানুষের যাতায়াতের জন্য সবথেকে সহজ স্বস্তিকর এবং আরামদায়ক হলো লঞ্চ জার্নি। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বর্তমানে যাতায়াত করে প্রায় শ’খানেক লঞ্চ। এর ভিতরে সবথেকে আধুনিক বিলাসবহুল লঞ্চ গুলো চলাচল করে ঢাকা-বরিশাল রুটে এম ভি মানামী, সুরভী ৭,সুরভী ৮, সুরভী  ৯, এডভেঞ্চার ১, এডভেঞ্চার ৯, কুয়াকাটা ২, পারাবত ৯, পারাবত ১০, পারাবত ১১, পারাবত ১২। এরপর ঢাকা-বরিশাল রুটে যুক্ত হয়েছে আরেকটি নতুন বিলাসবহুল লঞ্চ পারাবাত সিরিজের পারাবত ১৮ লঞ্চ।পারাবত ১৮ তৈরি করতে প্রায় ৪২ কোটি টাকা খরচ হয়েছে।

Mv Parabot 18 launch cabin booking

পারাবত ১৮ কেবিন বুকিং ভাড়া এবং সমস্ত তথ্য

বিডি টেক ডাইরি ডটকমের আজকের আর্টিকেলে আমরা জানবো পারাবত ১৮ লঞ্চের যাতায়াতের সময়সূচী এবং কিভাবে আপনারা  কেবিন বুকিং করতে পারবেন।

পারাবত ১৮ কেবিন বুকিং ভাড়া এবং সমস্ত তথ্য

পারাবত ১৮

মেসার্স রাবেয়া শিপিং কোং’র নতুন ও ফ্লাগশীপ ভ্যাসেল এম.ভি পারাবত-১৮। দীর্ঘ ৯০ মিটার এই লঞ্চটিতে রয়েছে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য এসি ও নন এসি মিলিয়ে ২৭০ সিটের কেবিন বিন্যাস (সিঙ্গেল ও ডাবল) ব্যবস্থা ।

পারাবত ১৮ লঞ্চের ইঞ্জিন

  • মূল ইঞ্জিন : ২টি,
  • আকাসাকা ব্রান্ড (জাপান)।
  • ধরন : লো আর পি এম।
  • হর্স পাওয়ার : ২২০০ (প্রত্যেকটি)
  • আরপিএম : ২৮০ (প্রতিটি)
  • সিলিন্ডার : ৬টি
  • প্রপেলার : ২টি।
  • গিয়ার বক্স : ১ঃ১.১ (চায়না)
  • জেনারেটর : ৪টি (ব্যাক আপ ২টি)।
পারাবত ১৮ কেবিন বুকিং ভাড়া এবং সমস্ত তথ্য

পারাবত ১৮ লঞ্চের ইঞ্জিন

মাষ্টার ব্রীজে যা থাকছে

  • মেকানিক্যাল ও ইলেক্ট্রো হাহড্রোলিক সুকান সিস্টেম।
  • রাডার সিস্টেম।
  • জিপিএস সিস্টেম।
  • ইকো সাউন্ডার সিস্টেম।
  • ভি.এইচ.এফ সিস্টেম
  • কম্পাস সহ জরুরী ও প্রয়োজনীয় সকল ইকুইপমেন্ট।

সিকিউরিটি ব্যবস্থা হিসেবে যা থাকছে –

  • পুরো নৌযানটি থাকবে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
  • একাধিক অগ্নি নির্বাপক যন্ত্র।
  • লাইভ বয়া সহ সকল কিছুই।
পারাবত ১৮ কেবিন বুকিং ভাড়া এবং সমস্ত তথ্য

পারাবত ১৮ তৃতীয় তলার ফ্রন্ট সাইড

অত্যাধুনিক রেস্টুরেন্ট

৪র্থ তলায় মাস্টার ব্রীজের পেছনে রিভার সাইড ব্যাসিস আধুনিক মানের রেস্টুরেন্ট। যা আপনার ভ্রমনে ভিন্ন এক রসদ যোগ করবে। কেবিন ও ডেক উভয় শ্রেনীর যাত্রীরা এই রেস্টুরেন্ট উপভোগ করতে পারবে।

মেনু হিসেবে পাবেন

      • বার্গার
      • স্যান্ডউইচ
      • চা-কফি
      • রাতে খাবার জন্য বাঙালি খাবার
পারাবত ১৮ কেবিন বুকিং ভাড়া এবং সমস্ত তথ্য

অত্যাধুনিক রেস্টুরেন্ট

ভিআইপি কেবিন

পারাবত ১৮ লঞ্চে রয়েছে ৮ টি ভিআইপি কেবিন

ফিচার

    • লাক্সারিয়াস বেড
    • বড় রুম
    • এটাস্ট  বারান্দা
    • এটাস্ট বাথরুম
    • কম্প্লিমেন্টারি নাস্তা
    • সোফা
    • ওয়াইফাই সুবিধা
    • ভিআইপি ডাইনিং জন
    • একাধিক ইউএসবি পোর্ট
    • এসি
    • টিভি
    • ফ্যান
    • টেবিল ও ওয়ারড্রব
পারাবত ১৮ সিঙ্গেল ভিআইপি কেবিন

পারাবত ১৮ সিঙ্গেল ভিআইপি কেবিন, ভাড়া ৫০০০

 

পারাবত ১৮ কেবিন বুকিং ভাড়া এবং সমস্ত তথ্য

ডাবল ভিআইপি কেবিন ভাড়া ৬০০০

 

পারাবত ১৮ কেবিন বুকিং ভাড়া এবং সমস্ত তথ্য

দুই বেডের ভিআইপি কেবিন

 

 

পারাবত ১৮ কেবিন বুকিং ভাড়া এবং সমস্ত তথ্য

ভিআইপি কেবিনে ডাইনিং জন

ডিলাক্স কেবিন

ফিচার

    • ডাবল বেড
    • একাধিক ইউএসবি পোর্ট
    • এসি
    • টিভি
    • ফ্যান
    • ওয়ারড্রব
    • ওয়াইফাই
    • বাথরুমে যাওয়ার জন্য স্যান্ডেল
    • রাত একটা পর্যন্ত কেবিন বয়ের সার্ভিস
পারাবত ১৮ কেবিন বুকিং ভাড়া এবং সমস্ত তথ্য

ডিলাক্স কেবিন ভাড়া ২০০০ টাকা

ফ্যামিলি কেবিন

ফিচার

    • একটি ডাবল ও দুটি সিঙ্গেল বেড
    • একাধিক ইউএসবি পোর্ট
    • এসি
    • টিভি
    • ফ্যান
    • ওয়ারড্রব
    • ওয়াইফাই
    • বাথরুমে যাওয়ার জন্য স্যান্ডেল
    • রাত একটা পর্যন্ত কেবিন বয়ের সার্ভিস
পারাবত ১৮ কেবিন বুকিং ভাড়া এবং সমস্ত তথ্য

ফ্যামিলি কেবিন ভাড়া ৪০০০

ডাবল কেবিন

ফিচার

    • দুটি আলাদা বেড
    • একাধিক ইউএসবি পোর্ট
    • এসি
    • টিভি
    • ফ্যান
    • ওয়ারড্রব
    • ওয়াইফাই
    • বাথরুমে যাওয়ার জন্য স্যান্ডেল
    • রাত একটা পর্যন্ত কেবিন বয়ের সার্ভিস
পারাবত ১৮ কেবিন বুকিং ভাড়া এবং সমস্ত তথ্য

ডাবল কেবিন এসি ২৪০০ এবং ননএসি ২০০০ টাকা

সিঙ্গেল কেবিন

ফিচার

    • একটি সিঙ্গেল বেড
    • একাধিক ইউএসবি পোর্ট
    • এসি
    • টিভি
    • ফ্যান
    • ওয়ারড্রব
    • ওয়াইফাই
    • বাথরুমে যাওয়ার জন্য স্যান্ডেল
    • রাত একটা পর্যন্ত কেবিন বয়ের সার্ভিস
পারাবত ১৮ কেবিন বুকিং ভাড়া এবং সমস্ত তথ্য

সিঙ্গেল কেবিন ভাড়া ১৪০০ টাকা এসি ১৬০০ টাকা

ডেক

ফিচার

    • খোলামেলা জায়গা
    • বাথরুম
    • ইউএসবি পোর্ট
    • টিভি
    • সিলিং ফ্যান
পারাবত ১৮ কেবিন বুকিং ভাড়া এবং সমস্ত তথ্য

ডেক ভাড়া ৩০০

এছাড়া আরও থাকছে

প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য মোট ১৯ টি টয়লেট। (ভি আই পি জোন আলাদা)।

আধুনিক সুসজ্জিত মানের একাধিক বেসিন সেটিংস।

৩য় তলায় কেবিন যাত্রীদের জন্যে কফি সপ।

২য় তলায় নামাজের জন্যে সুসজ্জিত মসজিদের ব্যবস্থা।

সুবিশাল খোলা ছাঁদ যা সকল শ্রেনীর যাত্রী দের জন্যে উন্মুক্ত থাকবে।
৩য় তলায় সিড়ি ও সিড়ির পাশে থাকছে বিশেষ চমক।
রয়েছে গ্লাস ব্যাসিস স্যাডো লাইটিং সিস্টেম। (যা বাংলাদেশে নৌযান সেক্টরে প্রথম)

দ্বিতীয় শ্রেণীর (ডেক) যাত্রীদের জন্য থাকছে –

ডেক যাত্রীদের জন্য পর্যাপ্ত মোবাইল ফোন চার্জের ব্যবস্থা।
ডেক স্পেসে মোট ১০ টি টয়লেট এবং নামাজের জন্যে ওযু করার ব্যবস্থা।
টি – স্টল ও বিবিধ খাবারের আইটেম নিয়ে স্টল।
সুবিশাল খাবার হোটেল।
বিনোদনের জন্য এল ই ডি টিভি।

 

পারাবত 18 লঞ্চ ছাড়ার সময়

ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছাড়ার সময় 9 PM বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার সময় 9 PM

 

পারাবত ১৮ লঞ্চের কেবিন বুকিং নাম্বার

Cabin Booking Number – 01711276597

 

প্রিয় পাঠক-পাঠিকা কেমন লেগেছে আজকের আর্টিকেলটি?

পারাবত 18 লঞ্চ সম্পর্কে আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানান

 

ছবি ক্রেডিটঃ Nayan Majumdar