আসসালামু আলাইকুম!

আপনারা অনেকেই গুগলে সার্চ করেছেন কিভাবে পোস্ট অফিস থেকে চিঠি পাঠানো যায়, পোস্ট অফিস থেকে চিঠি পৌছাতে কতদিন সময় লাগে। কিন্তু এই টপিকে নির্দিষ্ট কোনো তথ্য বা আর্টিকেল গুগলে নেই। তাই আমি আজকে পোস্ট অফিস থেকে কিভাবে চিঠি পাঠাবেন সে বিষয়ে আলোচনা করবো।

পোস্টঅফিস থেকে চিঠি পাঠানোর নিয়ম ২০২৪

সর্বপ্রথম আপনার চিঠি বা নির্দিষ্ট কাগজটি নিয়ে আপনার কাছের পোস্ট অফিসে চলে যাবেন। তারপর পোস্ট অফিস থেকে ডাক বিভাগের সিল ছাপানো অফিসিয়াল খাম ক্রয় করতে হবে।( খামের মূল্য ৫ টাকা) তারপর খামের মুখ আঠা বা গাম দিয়ে ভালভাবে লাগিয়ে দিতে হবে। খামের উপরে বাম দিকে প্রেরকের নাম, ঠিকানা এবং পোস্টকোড লিখে দিতে হবে। তারপর প্রাপকের নাম, ঠিকানা এবং পোস্টকোড দিতে হবে।

বুঝতে না পারলে পোস্ট অফিসে দ্বায়িত্বে থাকা অফিস সহকারীর সাহায্য নিন। সবশেষে অফিস সহকারীর কাছে চিঠিটি জমা দিন। কর্মচারী আপনার চিঠিটি সিল মেরে পাঠানোর জন্য তৈরি রাখবে। খামের দাম বাদে অতিরিক্ত কোনো টাকা নেয়া হবেনা।

 

পোস্ট অফিস থেকে রেজিস্ট্রি করে চিঠি পাঠানোর নিয়ম

রেজিস্ট্রি করে চিঠি পাঠালে ওই চিঠির প্রতি ডাকবিভাগ দায়বদ্ধ থাকবে। চিঠিটির অবস্থান আপনি যেকোন সময় ট্র্যাক করতে পারবেন। আপনার পাঠানো চিঠিতে দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে। রেজিস্ট্রি করে চিঠি পাঠাতে হলে মূলত ২০ থেকে ৩০ টাকা ফি দিতে হয়।

পোস্ট অফিস থেকে চিঠি পাঠানোর নিয়ম ২০২২

রেজিস্ট্রি করা চিঠি

 

পোস্ট অফিস থেকে চিঠি পাঠানোর নিয়ম ২০২২

পোস্ট অফিস থেকে পাওয়া রেজিস্ট্রি করা চিঠির রশিদ

পোস্টঅফিস থেকে চিঠি পাঠাতে কতদিন সময় লাগে?

পোস্টঅফিস থেকে চিঠি পাঠাতে কতদিন সময় লাগবে সেটা নির্ভর করবে আপনি কোন যায়গা থেকে পাঠাচ্ছেন তার উপর। আপনি যদি প্রত্যন্ত এলাকা বা গ্রাম থেকে পাঠান সে ক্ষেত্রে কয়েকদিন সময় লাগবে ৩-৪ দিন কিংবা কোনো কোনো যায়গায় ৫ দিন ও লাগতে পারে। তবে আপনি যদি রেজিস্ট্রি করে চিঠিটি পাঠান তাহলে ২ থেকে ৩ দিনের মধ্যে চিঠি পৌঁছে যাবে।

ডাকে চিঠি পাঠানোর নিয়ম

আপনি যদি আপনার গ্রামের পোস্ট অফিসে চিঠি পোস্ট করেন তাহলে ঐ চিঠিতি প্রথমে গ্রামে পোস্ট অফিস থেকে এরিয়া পোস্ট অফিসে যাবে। তারপর সেখান থেকে আপনার জেলা সদরের মেইন পোস্ট অফিসে যাবে। তারপর সেখান থেকে বিভাগীয় মেইন পোস্ট যাবে। তারপর সেখান থেকে আপনার কাঙ্খিত গন্তব্য পৌছানো হবে। এই সকল প্রকিয়ায় ৩-৪ দিন সময় লাগতে পারে।

 

পোস্ট অফিস সম্পর্কে অন্যান্য তথ্য বা  জানতে চাইলে কমেন্টে করে জানান আমাদেরকে