ব্লগিং ওয়েবসাইট এর জন্য ওয়ার্ডপ্রেস এর সেরা এবং জনপ্রিয় কিছু থিম।
Best wordpress themes for bangla bloging website
আসসালামু আলাইকুম
শুরু করছি মহান আল্লাহর নামে জিনি পরম করুনাময় এবং অসীম দয়ালু!
টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের পোষ্টে কি বিষয় নিয়ে আলোচনা করব। দিন যতই যাচ্ছে ততই বেড়ে চলেছে ইন্টারনেটের ব্যবহার। এবং সেইসাথে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে বেড়ে চলেছে ফ্রিল্যান্সারদের সংখ্যা।
ফ্রিল্যান্সিং সেক্টর থেকে টাকা উপার্জনের অন্যতম একটি জনপ্রিয় উপায় হল গুগল এডসেন্স। গুগল অ্যাডসেন্স থেকে মূলত দুই রকম ভাবে টাকা উপার্জন করা যায়। একটি হলো ইউটিউব ভিডিও কন্টেন তৈরি করে এবং আরেকটি হলো ব্লগিং করে। ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেস হলো অনেক ভালো একটি সিএমএস।
বর্তমানে এই সিএমএস ব্যবহার করে হাজার হাজার ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য হাজার হাজার থিম রয়েছে। এর মধ্যে অনেক থিম আছে ফ্রি এবং অনেক থিম আছে পেইড।
আজকের এই পোস্টে আলোচনা করা হবে ওয়ার্ডপ্রেসের সেরা কিছু ব্লগিং থিম নিয়ে। যেসব থিম ব্যবহার করে অনায়াসেই আপনি সুন্দর একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক
আর্টিকেল সূচি
নিউজ পেপার নিউজ পেপার নাইন এবং নিউজপেপার এক্স
নিউজ পেপার থিম হলো ওয়ার্ডপ্রেসের অন্যতম ব্লগিং এবং নিউজ পোট্রাল থিম। এই থিমে আছে ৬০+ প্রিমেইড ডেমো যা ইমপোর্ট করে অনেক সুন্দর একটি ব্লগ কিংবা নিউজ সাইট তৈরি করতে পারবেন।
থিমফরেস্টে টপ সেলিং ব্লগ থিমের মধ্যে সবার উপরে আছে নিউজপেপার থিম। এছারও আপডেট ফিল পাওয়ার জন্য আপনি নিউজপেপার নাইন কিংবা এক্স ব্যবহার করতে পারেন। থিমফরেস্ট ডট কম এ নিউজপেপার থিম টি ১ লক্ষ ১০,০০০ বারের বেশি বিক্রি হয়েছে। এটির দাম বর্তমানে ৫৯ ডলার।
এটির জিপিএল ভার্সন ও অনেক ভাল কাজ করে। তবে জিপিএল ব্যবহার করলে আপনি আপডেট পাবেননা।
জান্নাহ থিম (jannah theme)
জান্নাহ থিম হলো ওয়ার্ডপ্রেসে অন্যতম জনপ্রিয় এবং রেসপন্সিভ একটি থিম। জান্নাহ থিম দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর ব্লগ এবং নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই থিমে ৩০ টির বেশী প্রিমেইড ডেমো দেয়া হয়েছে যা দিয়ে আপনি অনায়াসেই একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন।
জান্নাহ থিম খুব ফাস্ট এবং ইউজার ফ্রেন্ডলি। থিমফরেস্ট ডট কমে প্রায় ১৩৫০০ বারের বেশি এই থিমটি সেল হয়েছে। থিমফরেস্টে এটির রেগুলার লাইসেন্স সহ দাম হল ৬০ ডলার।
এটির ফ্রি ভার্সন ও জিপিএল আগে ব্যবহার করা গেলেও এখন আর কাজ হয়না। তাই এটির জিপিএল ডাউনলোড না করাই ভালো।
নিউজম্যাগ থিম (news mag theme)
নিউজ ম্যাগ থিম হলো ওয়ার্ডপ্রেসের একটি নিউজ ম্যাগাজিন এবং ব্লগিং থিম । নিউজ ম্যাগ থিমের সাথে পাবেন ট্যাগডিভ কম্পোসার প্লাগিন ফ্রি। এই প্লাগিন দিয়ে আপনি আপনার মনের মত করে ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও নিউজ ম্যাগ থিমের সাথে পেয়ে জাবেন ১৫টি প্রিমেইড ডেমো এই ডেমোগুলো দিয়ে আপনি আপনার পছন্দমত নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
নিউজম্যাগ ব্লগিংয়ের জন্য পারফেক্ট একটি রেসপন্সিভ থিম। নিউজম্যাগ দিয়ে তৈরি করা অনেক বাংলা ব্লগ এবং নিউজ সাইট রয়েছে যা গুগল এডসেন্স এপ্রুভেড। থিমফরেস্টে নিউজ ম্যাগ থিমের এর দাম মাত্র ৪৯ ডলার।
আপনি চাইলে নিউজ ম্যাগের জিপিএল ভার্সন ও ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছারা। জিপিএল ভার্সন ব্যবহারের আগে অবশ্যই ভাইরাস স্কান করে ব্যবহার করবেন।
আপনি আরো পড়তে পারেন
সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখুন বাংলায়
ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং একাউন্ট এর বিস্তারিত
ইবিএল মাস্টার কার্ডের সুবিধা-অসুবিধা বিস্তারিত (সেরা প্রিপেইড কার্ড)
রাইটিং পার্সোনাল ব্লগ থিম (wrting theme)
ব্লগারদের জন্যে মাস্টারপিস স্মুদ একটি থিম হলো রাইটিং থিম। আধুনিক সিএসএস থ্রি এবং এইচটিএমএল ফাইব ভিত্তিক ডিজাইন আপনার সাইটটিকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। সাইটটইতে শুধু একটি মাত্র ডেমো ব্যবহার করা হয়েছে তবো ডেমোটিকে আপনি চাইলে বিভিন্ন ভাবে কাস্টমস করতে পারবেন। থিমটি অত্যন্ত রেসপনসিভ এবং ইউজার ফ্রেন্ডলি।
আমার দেখা সেরা ব্লগ থিমের মধ্যে এটি একটি। এই থিমটি অনেক প্রফেশনাল ব্লগাদের ব্যবহার করতে দেখেছি। এই থিমটি কাস্টমাইজেশন করা অনেক সহজ আপনি নতুন হলেও এটি কাস্টমাইজড করতে আপনার বেগ পেতে হবেনা। থিমফরেস্ট ডট কমে এই থিমটির মূল্য ৪৯ ডলার।
থিমফরেস্টে চারহাজার বারের বেশি সেল হয়েছে এই থিমটি এবং থিমটির রেটিং ৪.৮১।
আপনি চাইলে এই থিমটির জিপিএল ভার্সনও ব্যবহার করতে পারেন। আমি নিজেও আমার একটি সাইটে ব্যবহার করেছি এবং কোনো ধরনের ঝামেলায় পরিনি।
আস্ট্রা এবং এলিমেন্টর
আস্ট্রা থিমকে বলা হয় ওয়ার্ডপ্রেসের সবথেকে জনপ্রিয় থিম কারন আস্ট্রা দিয়ে তৈরি করা যায়না এমন কোন ওয়েবসাইট নেই। এই থিমটি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং এর সাথে যদি আপনি এলিমেন্টর প্লাগিন ইন্সটল করেন তাহলে আপনি আপনার ইচ্ছামত করে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। অ্যাডিশনাল ফিচার যুক্ত করার জন্য বিভিন্ন প্লাগিন ব্যবহার করতে হবে।
আস্ট্রা থিম আপনি প্রিমিয়াম কিনতে পারবেন প্রিমিয়ামে আপনি অনেক ধরনের ফিচার এবং প্রিমেইড টেমপ্লেট পাবেন যা দিয়ে যে কোনো ধর একটি ওয়েবসাইট তৈরি করা যাবে।
আস্ট্রা থিমের প্রিয়িয়াম এডডনের অনেক ক্রাক ভার্সন পাওয়া জায় তবে আমি সেগুলি কখনোই রিকোমেন্ড করবো না। সবথকে ভাল হয় অফিসিয়াল ভাবে কিনে ব্যবহার করা।
আস্ট্রা থিমটি ওয়ার্ডপ্রেসের থিম লাইবেরিতে পেয়ে জাবেন।
জে নিউজ ( jnesw wordpress theme)
জে নিউজ হলো একটি ব্লগ, নিউজপেপার, ম্যাগাজিন রিলেটেড থিম। এই থিমটি থিমফরেস্ট থেকে কিনতে পারবেন। বাংলাদেশের বেশ কয়েকটি জনপ্রিয় টেক ব্লগিং ওয়েবসাইট এই থিমটি ব্যবহার করেছে। থিমটি খুব ভালো ইউজার ফ্রেন্ডলি এবং রেসপন্সিভ। জে নিউজ থিমে ১৫০+ টিরও বেশি প্রিমেইড ডেমো আছে যা আপনার নিউজ সাইট, ম্যাগাজিন সাইট, ব্লগ সাইট, সম্পাদকীয় সাইট এবং সকল ধরনের প্রকাশনা ওয়েবসাইটের জন্য উপযুক্ত।
জে নিউজ থিম দিয়ে ওয়েবসাইট তৈরি করা অনেক সুবিধা জনক। সব থেকে মজার ব্যাপার হলো এই থিমটি ড্রাগ এন্ড ড্রপ বিল্ডার, ডাব্লুপি বেকারি পেজ বিল্ডার এবং এলিমেন্টর পেইজ বিল্ডার সমর্থন করে। এই থিমটির গুগলের এএমপি এবং ফেসবুক ইনস্যান্ট আর্টিকেলে সমর্থন করে যা আপনার ওয়েবসাইটকে সমস্ত মোবাইল ডিভাইসগুলিতে আরও দ্রুত লোড করে তুলবে। থিমটি খুব এসইও ফ্রেন্ডলি।
থিমফরেস্টে এই থিমটির মূল্য ৫৯ ডলার। এই থিমটির জিপিএল ভার্সনও ইন্টারনেটে এভেইলেবেল কিন্তু জিপিএল ব্যবহার করে ভাল ফিল পাবেননা। আপনি যদি প্রফেশনাল পারপাসে সাইট বানাতে চান তাহলে আমি বলবো এটি আপনি কিনে ব্যবহার করুন।
ভিন মিনিমাল এন্ড লাইটওয়েট ব্লগ ফর ওয়ার্ডপ্রেস ( veen minimal theme for wordpress blog)
ব্লগিংয়ের জন্য স্মুদ লাইটওয়েট থিম খুজছেন? তাহলে ভিন থিমটি ব্যবহার করতে পারেন। এই থিমটি অনেকের কাছেই অচেনা এবং এটি নতুন একটি থিম। এটি অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি এবং এসইও ফ্রেন্ডলি থিম। এটি ব্যবহার করা এবং কাস্টমাইজড করা অনেক সহজ।
এই থিমটি কাস্টমাইজড করতে আলাদা কোনো পেইজ বিল্ডার বা প্লাগিনের প্রয়োজন হয়না। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কাস্টমাইজ অপশন থেকেই এটি সম্পূর্ণ কাস্টমাইজড করা যায়।
মজার বিষয় হলো আমাদের এই ওয়েবসাইটটিও ভিন থিম দিয়ে তৈরি। আমাদের ওয়েবসাইটটি ঘুরে ফিরে দেখলেই বুঝতে পারবেন এই থিমটি কতটা লাইটওয়েট এবং দ্রুতগতিসম্পন্ন। ভিন থিমটি থিমফরেস্ট থেকে মাত্র ৩৯ ডলারে কিনতে পারবেন। থিমটির সাথে প্রিমেইড ১০ ডেমো পেয়ে যাবেন যা দিয়ে ব্লগ, ম্যাগাজিন এবং নিউজ ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
ভিন থিমের জিপিএল ভার্সন গুগলে খুজলে পেয়ে যাবেন। কিন্তু জিপিএল ভার্সনে শুধু একটি ডেমো ব্যবহার করতে পারবেন।
প্রিয় পাঠক-পাঠিকা গন কেমন লেগেছে আর্টিকেলটি অবশ্যই কমেন্ট করে জানাবেন
নিত্য নতুন টিপস ট্রিক এবং প্রিমিয়াম টুলস পেতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেল
অনেক সু্ন্দর পোস্ট