হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই?
আশা করছি সবাই সুস্থ আছেন।
বিডি টেক ডায়েরি ডটকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ব্লগ রিভিউতে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বাজারের সেরা একটি ট্যাব নিয়ে। কেন আপনারা এই ট্যাবটি কিনবেন এর বিল্ট কোয়ালিটি কেমন এবং এর সুবিধা এবং অসুবিধা নিয়ে আজকে আপনাদেরকে পরিপূর্ণ রিভিউ দেয়ার চেষ্টা করব। (ইতি মধ্যে ট্যাবটি আমি ৩ মাস ব্যবহার করেছি)

বাংলাদেশের মার্কেটে দিন দিন স্মার্টফোনের চাহিদা বেড়েই চলেছে, কিন্তু উল্টো দিকে ট্যাবের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। দু’বছর আগেও যেখানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ট্যাব পাওয়া যেত কিন্তু এখন বাজারে স্যামসাং এবং হুয়াওয়ে ছাড়া অন্য কোন ব্রান্ডের ট্যাব তেমন একটা চোখে পড়ে না। তবুও যাদের প্রয়োজন তাদেরকে তো ট্যাব কিনতেই হবে। তাদের জন্য আজকে নিয়ে আসলাম স্যামসাংয়ের এন্ট্রি লেভেলের একটি ট্যাবের রিভিউ।

মডেল এবং প্রাইস

ট্যাবটির নাম স্যামসাং ট্যাব A 8″। বাংলাদেশের বাজারে বর্তমানে ট্যাবটির প্রাইস ১৩৫০০ টাকা। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে মাত্র ১৩৫০০ টাকা দামের এই ট্যাবটিকে কেন আমি এন্ট্রি লেভেলের ট্যাব বললাম কারণ হচ্ছে এই ট্যাবটি দিয়েই কিন্তু স্যামসাংয়ের ট্যাবের শুরু, এর থেকে কম দামে বাজারে স্যামসাংয়ের কোন ট্যাব পাওয়া যায় না।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব A 8"

স্যামসাং গ্যালাক্সি ট্যাব A 8″

ডিজাইন এবং ডিসপ্লে

প্রিমিয়াম মেটাল বডির এই ট্যাবটি দেখতে খুবই স্টাইলিস্ট যার ওজন হল ৩৪৫ গ্রাম। মাত্র ৮ মিলিমিটার থিকনেসের এই ট্যাবটি খুবই কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন।

ট্যাবটির ব্যাক প্যানেলের একদম উপরদিকে পাচ্ছেন রিয়ার ক্যামেরা, নিচের দিকে পাচ্ছেন ডুয়েল স্পিকার, ইউএসবি টাইপ 2 চার্জিং পোর্ট এবং মাইক। ট্যাবটির ডান পাশে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, বাম পাশে পাচ্ছেন সিম এবং এসডি কার্ড স্লট।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব A 8"

স্যামসাং গ্যালাক্সি ট্যাব A 8″

ট্যাবটির একদম উপরদিকে পাবেন ৩.৫ মিলিমিটারের ইয়ারফোন জ্যাক। ট্যাবটির সামনের দিকে পাবেন টিএফটি ক্যাপাসিটিভ একটি ডিসপ্লে এবং ডিসপ্লের উপর দিকে পাচ্ছেন একটি সেলফি ক্যামেরা, ক্যামেরার পাশেই পাচ্ছেন একটি রিসিভার এবং একটি লাইট সেন্সর। সবকিছু মিলিয়ে এই ট্যাবটি আমার কাছে খুবই প্রিমিয়াম লেগেছে। খুবই থিক এবং লাইট হওয়ায় কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন।

ট্যাবটি মেটাল বডি হওয়ার কারণে এর বিল্ট কোয়ালিটিও আমার কাছে অনেক ভালো লেগেছে। ট্যাবটিতে আপনারা  ৮ ইঞ্চির একটি টিএফটি প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন যার রেজুলেশন হলো ৮০০ ইন্টু ১২৮০ পিক্সেল।

 

ক্যামেরা

এখন কথা বলবো ট্যাবটির ক্যামেরা নিয়ে। মোবাইল ফটোগ্রাফিতে এখনকার স্মার্টফোনগুলো অনেক এগিয়ে গিয়েছে। তাই কোনভাবেই মোবাইল ফটোগ্রাফারদের মন ভরাতে পারবে না এই ট্যাবটির ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব A 8"

স্যামসাং গ্যালাক্সি ট্যাব A 8″

ট্যাবটির রিয়ারে পাচ্ছেন এইট মেগাপিক্সেল এর একটি সিঙ্গেল লেন্স ক্যামেরা যা দিয়ে একটু লাইটে আপনারা ঠিকঠাক ছবি তুলতে পারবেন। কিন্তু কম আলোতে তেমন একটা ভালো ফটো তুলতে পারবেন না। আর ফ্রন্টে পাচ্ছেন টু মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আমার মনে হয় না কেউ ফটোগ্রাফি করার জন্য এই ট্যাবটি কিনতে চায় তাই আমিও সাজেস্ট করব কেউ ফটোগ্রাফির জন্য এই ট্যাবটি আপনি কিনবেন না। কারণ এই বাজেটে ফটোগ্রাফির জন্য অনেক ভালো ভালো স্মার্টফোন পাবেন।

 

ট্যাবের পারফরম্যান্স

এবার আমি কথা বলব এর পারফরম্যান্স নিয়ে। ট্যাবটিতে চিপসেট হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৯ যা বারো ন্যানোমিটারের টেকনোলজি দিয়ে তৈরি। এটি একটি কোয়াড কোর ২.০ গিগাহার্জ প্রসেসর। এই ট্যাবটি অ্যান্ড্রয়েড নয় ভার্সনে রান করছে কিন্তু পরবর্তীতে আপনি চাইলে টেন ভার্সনে আপগ্রেড করে নিতে পারবেন। এবং এতে পাচ্ছেন ২ জিবি র্যাম এবং ৩২জিবি রম। আপনি যদি এই ট্যাবটি হেভি গেমিং এর জন্য কিনতে চান তাহলে আমি বলব এই ট্যাবটি আপনার জন্য নয় কারণ এটি হেভি গেমিং ট্যাব নয়। তবে এই ট্যাবটি দিয়ে মোটামুটি সাইজের গেম খেলা যায় এবং স্মুথলি ফ্রী ফায়ার খেলা যায়। আপনি যদি আপনার বাসার কোন বাচ্চার জন্য এই ট্যাবটি কিনতে চান যে আসলে রেগুলার গেম খেলতে অভ্যস্ত! তাহলে এই ট্যাবটি হবে আপনার জন্য পারফেক্ট চয়েজ তাছাড়া রেগুলার যে গেম গুলো খেলে সেই গেমগুলো খুব ভালভাবেই চালাতে পারবে এর প্রসেসরটি।

ব্যাটারি

ট্যাবটিতে ৫১০০ এম এইচ এর একটি বিগ ব্যাটারি পাচ্ছেন যা দিয়ে খুব ভালো চার্জিং ব্যাকাপ পাবেন আমি ২৪ ঘণ্টার বেশি ব্যাকআপ পেয়েছি।

নতুন ফিচার

ট্যাবটিতে যে জিনিসটি আমার সবথেকে বেশি ভাল লেগেছে সেটি হলো এর নতুন একটি ফিচার। ফিচারটির নাম স্যামসাং কিডস হোম। ট্যাবটি যদি আপনি বাড়ির বাচ্চাদের জন্য কিনে থাকেন তাহলে আপনারা একটা বিষয় নিয়ে চিন্তিত থাকবেন যে বাচ্চারা ভুলে কোন এডাল্ট কনটেন্ট দেখে ফেলে কিনা অথবা এমন কোন ওয়েবসাইটে চলে যায় কিনা যেটায় বাচ্চাদের যাওয়া উচিত না। স্যামসাংয়ের কিডস হোম ফিচারটি ব্যবহার করে আপনি আপনার বাচ্চাকে ট্যাব ব্যবহারে কন্ট্রোলে রাখতে পারবেন এবং আপনি নির্ধারণ করে দিতে পারবেন আপনার বাচ্চা আসলে কোন কোন অ্যাপস ব্যবহার করবে কোন কোন অ্যাপ ব্যবহার করতে পারবে না। তাই আমার কাছে এই ফিচারটি খুবই ভালো লেগেছে।
তাছারাও ট্যাবটিতে দেয়া হয়েছে বিল্টইন ব্লু লাইট ফিচার, এর সুবিধা হলো রাতের বেলায় আপনি যখন ট্যাবটি ব্যবহার করবেন তখন এর ডিসপ্লে থেকে বের হওয়া ক্ষতিকর রশ্মি আপনার চোখের উপর কোন চাপ ফেলতে পারবে না তাই আপনি আরামে রাতের বেলায় আপনি এটি স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন।

 

আরো পড়ুন

ফ্র্যাঞ্চাইজি লীগ এর মাধ্যমে কোন ক্রিকেট বোর্ড কত টাকা ইনকাম করে

 

ট্যাবটি কাদের জন্য?

আপনি যদি এই ট্যাবটি মাল্টিমিডিয়ার জন্য ইউজ করতে চান একটু বড় ডিসপ্লে তে মুভি, নাটক দেখার এক্সপেরিয়েন্স নিতে চান তাহলে এই ট্যাবটি আপনার জন্য ভালো একটি পছন্দ হতে পারে। অথবা আপনার বাসায় যদি একটি বাচ্চা থাকে যাকে আপনি এখনই স্মার্ট ফোন দিতে চান না তার জন্য আপনি এই ট্যাবটি নিতে পারেন।

একনজরে সমস্ত ফিচার :

স্যামসাং ট্যাব A অফিশিয়াল
লঞ্চিং ডেট : জুলাই 2019।
দাম : 13500 টাকা।

নেটওয়ার্ক : 2g, 3g, 4g (জিপিআরএস, ইডিডিজি)

বডি : মেটাল
থিকনেস : ৮.৮ মিলিমিটার
ওজন :৩৪৫ গ্রাম
সিম কার্ড স্লট: সিঙ্গেল ন্যানো-সিম
ডিসপ্লে টাইপ: টিএফটি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন।
ডিসপ্লে সাইজ :৮ইঞ্চি।
রেজুলেশন : ৮০০*১২৮০ পিক্সেল
মাল্টি টাচস্ক্রীন : সাপোর্টেড

অপারেটিং সিস্টেম: এন্ড্রয়েড ভার্শন ৯.০ আপগ্রেডেবল
চিপসেট : কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৯
সিপিইউ : কোয়াড-কোর ২.০ গিগাহার্জ
জিপিইউ : অ্যাড্রিনো ৫০৪

র্যাম :২জিবি
ইন্টার্নাল মেমোরি :৩২ জিবি
মেমোরি কার্ড স্লট :আপ টু ওয়ান টেরাবাইট

ক্যামেরা
প্রাইমারি : ৮ মেগাপিক্সেল (লাইভ ফোকাস)
সেকেন্ডারি : ২ মেগাপিক্সেল
ভিডিও :১০৮০ পিক্সেল

সাউন্ড
এলার্ট টাইপ : ভাইব্রেশন, এমপিথ্রি,ডাবলু এ ভি রিংটন
লাউড স্পিকার: এভেলেবেল
3.5 মিলিমিটার জ্যাক: এভেলেবেল

কানেক্টিভিটি
ওয়াইফাই : ৮০২.১১ wifi-direct হটস্পট।
ব্লুটুথ :৪.২
জিপিএস :সাপোর্টেড
ইউএসবি :মাইক্রো ইউএসবি ২.০

ব্যাটারি
ব্যাটারি টাইপ : নন-রিমোভ্যাল এল পলি।
ব্যাটারি ক্যাপাসিটি : ৫১০০ এম এইচ।

আর্টিকেলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না

টেক দুনিয়ার সর্বশেষ আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে