গ্রামের নাম হস্তিশুন্ড। হস্তিশুন্ড গ্রাম বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে অবস্থিত। হস্তিশুন্ড গ্রামের পূর্বে খোলনা গ্রাম, পশ্চিমে ভোহোড়কাঠি, উত্তরে দামুদাড়কাঠি এবং দক্ষিণে আটিঁপাড়া এবং কাজিরা গ্রাম অবস্থিত।
হস্তিশুন্ড মানে হলো হাতির শুর এই গ্রামের নকশা দেখতে অনেকটা হাতির শুরের মতো। তাই গ্রামটির নাম করন করা হয় হস্তিশুন্ড। বামরাইল ইউনিয়নের ৮ নং এবং ৯ নং ওয়ার্ড নিয়ে হস্তিশুন্ড গ্রাম গঠিত। হস্তিশুন্ড গ্রামের রয়েছে নিজেদের পোস্ট অফিস যা হস্তিশুন্ড পুরান বাজারে অবস্থিত।
হস্তিশুন্ড গ্রামে একটি হাইস্কুল, একটি ফাজিল মাদ্রাসা, দুইটি নূরানি হাফেজি মাদ্রাসা, দুইটি কিন্ডারগার্টেন এবং দুইটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য হলো:
১. এইচ.এম ইন্সটিটিউশন।
২. হস্তিশুন্ড ইসলামিয়া সিনিয়র ফাজীল মাদ্রাসা।
৩. এ.আর তালুকদার কমপ্লেক্স।
৪. হস্তিশুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইত্যাদি।
হস্তিশুন্ডের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান এইচ এম ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করা ১৯৪৮ সালে। এখান থেকে বের হচ্ছে হাজারো মেধাবী শিক্ষার্থী।
এছাড়াও হস্তিশুন্ডে রয়েছে শাপলা সংগঠন, জাগ্রত অগ্রপথীকের বেশ কিছু ননপ্রফিটেবল সামাজিক সেচ্ছাসেবী সংগঠন যারা সবসময় এলাকার উন্নয়ন এবং গরিবদুঃখী মানুষের সহযোগীতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
হস্তিশুন্ড গ্রামের অন্যতম স্থান হলো: খোলনা হস্তিশুন্ড ঈদগাহ মার্কেট। এটি হলো হস্তিশুন্ড গ্রামের প্রাণকেন্দ্র।
খোলনা হস্তিশুন্ড ঈদগাহ্ মার্কেটে প্রায় দুইশত এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ঈদগাহ মার্কেটে খোলনা এবং হস্তিশুন্ড সহ আশেপাশের ১০ টি গ্রামের মানুষ কেনাকাটা করে থাকে। ব্যাংকিং লেনদেনের জন্য এখানে রয়েছে ডাচ্ বাংলা ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা। এছারাও এখানে তৈরি হয়েছে রিফাত প্লাজা নামে একটি সুপার মার্কেট।
এলাকার কিছু তরুনদের উদ্যেগে এখানে গরে উঠেছে ঈদগাহ মার্কেট ব্লাড ডোনার ক্লাব (EMBDC) নামে একটি রক্তদান কারি সংগঠন যা এলাকার মানুষের বিপদের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
হস্তিশুন্ড গ্রামের উল্লেখযোগ্য ব্যক্তি বর্গের মধ্যে অন্যতম হলো আব্দুর রাজ্জাক তালুকদার। আব্দুর রাজ্জাক তালুকদার উজিরপুর উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান এবং বরিশাল জেলার অন্যতম সফল ব্যবসায়ী। বরিশালের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান তালুকদার অয়েল মিলের প্রতিষ্ঠাতা।
পোস্ট: বিডি টেক ডায়েরি ©
ফটো ক্রেডিট : ফাইজুল্লাহ ফায়েজ ©
এই ছিল হস্তিশুন্ড গ্রাম নিয়ে লেখা আমাদের ছোট্ট ব্লগ। আপনিও লিখুন আপনার এলাকা এবং গ্রাম নিয়ে। আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে পাবলিশ করতে চাইলে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]
কেমন লেগেছে আজকের আর্টিকেলটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ