১০০০০ টাকা বাজেটে গেমিং ফোন ২০২১
১০,০০০ টাকা বাজেটে গেমিং ফোন ভাবা যায়? হ্যা অবশ্যই ভাবা যায়। আমাদের মধ্যে যাদের ফোন কেনার জন্য বাজেট কম তাদেরওতো ইচ্ছে হয় গেমিং করার। আর কম বাজেট নিয়ে আমরা অধিকাংশ সময়ই কনফিউশনে পরে যাই যে কোন ফোনটি আমার জন্য পারফেক্ট হবে। কোন ফোনটি আমাকে এই বাজেটে সেরা পারফরমেন্স দিতে পারবে।
আপনাদের সকল কনফিউশন দুর করার জন্য আজকে আমি এমন চারটি ফোন নিয়ে আলোচনা করবো যেসব ফোনের বাজেট ১০,০০০ টাকা বা তার কম। তাহলে চলুন শুরু করা যাক
আর্টিকেল সূচি
Realme C21 রিয়েলমি সি২১
৬.৫” বিশাল ফুল এইচডি আইপিএস ডিসপ্লে নিয়ে এবছর মার্চ মাসে বাংলাদেশের বাজারে রিলিজ হয় রিয়েলমি সি২১। ওয়াটারড্রপ নচ ডিজাইন এই ফোনটির পিছনের দিকে রয়েছে ১৩+২+২ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা সেটআপ এবং সাথে থকাছে ডিপাথ সেন্সর, এলইডি ফ্লাশ, ডেডিকেটেড মাইক্রক্যামেরা। ফোনটির ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবে ইউজাররা। ফোনটির সামনের দিকে রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।
রিয়েলমি সি২১ এ পাচ্ছেন ৫০০০ এমএইচএস এর বিশাল ব্যাটারি যা দিয়ে টানা একদিন অনায়াসে গেমিং চালিয়ে যেতে পারবেন। সব থেকে বড় সুবিধা হলো ফোন ১০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
ফোনটি বাজারে ৩/৩২ এবং ৪/৬৪ দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এবার আসল কথায় আসি ফোনিটিতে সিপিউ হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর ২.৩ এবং জিপিউ হিসেবে থাকছে PowerVR GE8320। ফোনটিতে চিপসেট হিসেবে পাচ্ছেন Mediatek Helio G35 (12 nm) যা দিয়ে পাবেন স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স।
নোট: এই ফোনটি দিয়ে মিডিয়াম গ্রাফিক্সে ফ্রি- ফায়ার খেলতে পারবেন। পাবজি খেলতে গেলে হালকা ল্যাগ করতে পারে ফোনটি। সবকিছু মিলিয়ে এই বাজেটে আমার কাছে রিয়েলমি সি২১ পারফেক্ট মনে হয়েছে। ফোনটি ৩জিবি ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯০ টাকা এবং ৪ জিবি ভ্যারিয়েন্ট ১১৯৯০ টাকায় কিনতে পারবেন।
রিয়েলমি সি২১ এর সমস্ত ফিচার
অফিশিয়াল প্রাইস : ৩/৩২ ১০,৯৯০৳, ৪/৬৪ ১১,৯৯৯৳
রিলিজ ডেট : মার্চ ২০২১
কালার : ক্রস ব্লাক, ক্রস ব্লু
নেটওয়ার্ক : ২জি, ৩জি, ৪জি
সিম : ডুয়াল ন্যানো সিম
ব্লুটুথ : ৫.০ ভার্সন
এফএম রেডিও : সমর্থন করে
ইউএসবি : টাইপ ২.০
ওটিজি : সমর্থন করে
ম্যাটেরিয়াল : মিনিমাল নচ ,গ্লাস ফ্রন্ট , প্লাস্টিক বডি
পুরত্ব: 165.2 x 76.4 x 8.9 millimeters
ডিসপ্লে : ৬.৫”
ক্যামেরা : পিছনে ১৩+২+২ মেগাপিক্সেল, সামনে : ৫ মেগাপিক্সেল
ব্যাটারি : ৫০০০ এমএইচএস
র্যাম : ৩/৪ জিবি
ইন্টারনাল স্টোরেজ :৩২/ ৬৪ জিবি
সাউন্ড : ৩.৫ মিলিমিটার জ্যাক
সিকিউরিটি : ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক
Symphony Z35 সিম্ফনি জেড৩৫
সিম্ফনি সবসময়ই লো এবং মিডিয়াম বাজেটের স্মার্টফোন বাজারে এনে থাকে। বাজারে রিলিজ হওয়ার সাথে সাথেই দারুন হাইপ তুলতে সক্ষম হয় সিম্ফনি জেড৩৫। এবছর এপ্রিলে বাজারে আসে সিম্ফনি ব্রান্ডের নতুন গেমিং ফোন সিম্ফনি জেড৩৫।
ফোনটিতে আছে ৬.৮২” বিগ এইচডি আইপিএস ডিসপ্লে। এটি একটি ফুল ভিউ ওয়াটার ড্রপ নচ ডিজাইন। এই ফোনটির পিছনের দিকে আছে ১৩+২+০৮ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা সেটআপ আর সাথে থাকছে এলইডি ফ্লাস, এইচডিয়ার, প্রট্রেইটমোড ফিচার। এই ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও করতে পারবেন। ফোনটির সামনের দিকে আছে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।
সিম্ফনি জেড৩০ এ আছে ৬০০০ এমএইচএস এর বিশাল ব্যাটারি ব্যাকআপ। যা দিয়ে সাধারণ ব্যবহারে ২-৪ দিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। আরো থাকছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সুবিধা।
ফোনটি বাজারে ৩/৩২, ৪/৬৪ দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনটিতে সিপিইউ হিসেবে পাচ্ছেন অক্টাকোর আপটু ২.৩ এবং জিপিইউ হিসেবে থাকছে PowerVR GE8320 । এই ফোনটিতে চিপসেট হিসেবে পাচ্ছেন মিডিয়াটেক হেলিও জি৩৫। এছার থাকছে ফিঙ্গারপ্রিন্ট ডেডিকেটেড মেমরিকার্ড ব্যবহারের সুবিধা।
সিম্ফনি জেড৩৫ এর সমস্ত ফিচার
অফিশিয়াল প্রাইস : ৩/৩২ ৯,৪৯০ ৳, ৪/৬৪ ১০,৪৯০৳
রিলিজ ডেট : এপ্রিল ২০২১
কালার : গ্রিন, সুপার গ্রিন, ব্লু, মর্ডান ব্লু
নেটওয়ার্ক : ২জি, ৩জি, ৪জি
সিম : ডুয়াল ন্যানো সিম
ব্লুটুথ : ৫.০ ভার্সন
এফএম রেডিও : সমর্থন করে
ইউএসবি : টাইপ ২.০
ওটিজি : সমর্থন করে
ম্যাটেরিয়াল : মিনিমাল নচ ,গ্লাস ফ্রন্ট , প্লাস্টিক বডি
পুরত্ব: 165.2 x 76.4 x 8.9 millimeters
ডিসপ্লে : ৬.৮৪”
ক্যামেরা : পিছনে ১৩+২+০৮ মেগাপিক্সেল, সামনে : ৮ মেগাপিক্সেল
ব্যাটারি : ৬০০০ এমএইচএস
র্যাম : ৩/৪ জিবি
ইন্টারনাল স্টোরেজ :৩২/ ৬৪ জিবি
সাউন্ড : ৩.৫ মিলিমিটার জ্যাক
সিকিউরিটি : ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক
ভিবো ওয়াই ১২এস Vivo Y12S
ভিবো ওয়াই ১২এস রিলিজ হয় এবছরের জুন মাসে। লো বাজেট দেশি ব্রান্ড গুলিকে টেক্কা দেয়ার জন্য ভিবো ইতিমধ্যে বেস কয়েকটি বাজেট কিলার ফোন রিলিজ করেছে তাদের মধ্যে ভিবো ওয়াই ১২এ রিলিজের পরে বাজারে ভাল সারা ফেলতে সক্ষম হয়েছে।
ভিবো ওয়াই ১২এসে রয়েছে ৬.৫১” বড় একটি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। এটি পুরোপুরি ওয়াটার ড্রপ নচ ডিজাইন। এই ফোনটির পিছেন দিকে রয়েছে ১৩+২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটাপ সাথে রয়েছে এলইডি ফ্লাস, পোট্রেইটমোড এবং ডিপাথ সেন্সর। ফোনটি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। ফোনটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
ভিবো ওয়াই ১২এসে রয়েছে ৫০০০ এমএইচএস এর বিগ ব্যাটারি ব্যাকআপ এটি ১০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩ জিবি র্যাম। ফোনটিতে সিপিইউ হিসেবে থাকাছে অক্টকোর আপটু ২ গিগাহার্জ এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 505। এই ফোনটিতে চিপসেট হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্নাপড্রাগন ৪৩৯ (১২nm)। এছাড়াও থাকছে ৩২ জিবি ইন্টারনাল মেমরি ও ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা।
ভিবো ওয়াই ১২এস ফিচার
অফিশিয়াল প্রাইস : ৩/৩২ ১১,৯৯০৳
রিলিজ ডেট : জুন ২০২১
কালার: ব্লু, ব্লাক
নেটওয়ার্ক : ২জি, ৩জি, ৪জি
সিম : ডুয়াল ন্যানো সিম
ব্লুটুথ : ৫.০ ভার্সন
এফএম রেডিও : সমর্থন করে
ইউএসবি : টাইপ ২.০
ওটিজি : সমর্থন করে
ম্যাটেরিয়াল : মিনিমাল নচ ,গ্লাস ফ্রন্ট , প্লাস্টিক বডি
পুরত্ব: 164.4 x 76.3 x 8.4 millimeters
ডিসপ্লে : ৬.৫১”
ক্যামেরা : পিছনে ১৩+২ মেগাপিক্সেল, সামনে : ৮ মেগাপিক্সেল
ব্যাটারি : ৫০০০ এমএইচএস
র্যাম : ৩ জিবি
ইন্টারনাল স্টোরেজ :৩২ জিবি
সাউন্ড : ৩.৫ মিলিমিটার জ্যাক
সিকিউরিটি : ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক
আরো পড়ুন
বাংলাদেশের সেরা স্মার্টফোন ব্রান্ড ২০২১
ইনফিনিক্স হট টেন প্লে Infinix Hot 10 Play
লো বাজেটে বাংলাদেশের স্মার্টফোন বাজারে সব থেকে বড় চমক ইনফিনিক্সের হট টেন সিরিজের ফোন গুলো। গত বছরের শুরুর দিকে বাজারে আসে ইনফিনিক্স হট টেন সিরিজের স্মার্টফোন ইনফিনিক্স হট টেন প্লে। ৬.৮২” বিশাল ফুল এইচডি আইপিএস ডিসপ্লে থাকছে এই ফোনটিতে। এই ফোনটি ওয়াটার ড্রপ নচ ডিজাইন।
ফোনটির পিছনের দিকে থাকছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সাথে এলইডি ফ্লাশ,প্যারানোমা এবং এইচডিআর সেন্সর।ফোনটি দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।
ইনফিনিক্স হট টেন প্লেতে পাবেন ৬০০০ মিলি এম্পিয়ারের বিশাল ব্যাটারি ব্যাকআপ। সাথে ১০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল ম্যামরি। ফোনটিতে সিপিইউ হিসেবে পাবেন অক্টাকোর আপটু ২ গিগাহার্জ এবং জিপিইউ হিসেবে পাবেন মালি জি-৫২ এমসি-২। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি-২৬(১২এনএম) চিপসেট। এছাড়াও ব্যবহার করতে পারবেন ডেডিকেটেড মেমরি কার্ডি। আরো আছে ফিঙ্গারপ্রির সেন্সর।
ইনফিনিক্স হট টেন প্লে ফিচার
অফিশিয়াল প্রাইস : ১০,৪৯০৳
রিলিজ ডেট : জানুয়ারি ২০২০
কালার: ব্লু, ব্লাক,গ্রিন
নেটওয়ার্ক : ২জি, ৩জি, ৪জি
সিম : ডুয়াল ন্যানো সিম
ব্লুটুথ : ৫.০ ভার্সন
এফএম রেডিও : সমর্থন করে
ইউএসবি : টাইপ ২.০
ওটিজি : সমর্থন করে
ম্যাটেরিয়াল : গ্লাস ফ্রন্ট , প্লাস্টিক বডি
পুরত্ব: 171.8 x 78 x 8.9 millimeters
ডিসপ্লে : ৬.৮২”
ক্যামেরা : পিছনে ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, সামনে : ৮ মেগাপিক্সেল
ব্যাটারি : ৬০০০ এমএইচএস
র্যাম : ৪ জিবি
ইন্টারনাল স্টোরেজ :৬৪ জিবি
সাউন্ড : ৩.৫ মিলিমিটার জ্যাক
সিকিউরিটি : ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক
আর্টিকেলটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন